মহামারী করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির মোকাবেলায় রমজানের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাই শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন।
করোনাভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। ব্যক্তিগত জীবনে নেমে এসেছে অভাব অনটন। আমিরাতেও বেশ কিছুদিন থেকে সীমিত হয়ে আসছে কাজের পরিধি। লক ডাউনের কারনে কর্মজীবি মানুষ ঘরবন্দী। তাই আমিরাত সরকার দেশটিতে বসবাসরত মানুষের সুবিধার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তার ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে দুবাই শাসক প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বিনা মূল্যে ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন।
দুবাই বসবাসকারী জনসাধারণ রেজিস্ট্রেশন এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত ১০ মিলিয়ন খাবারের প্যাকেজের খাদ্য সহায়তা পেতে পারেন। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হহয়েছে।
রেজিস্ট্রেশন করতে আমিরাত আইডি কার্ড নাম্বার এবং বসবাসরত বিল্ডিংয়ের মাকানি নাম্বার প্রয়োজন হবে। নিম্নে লিঙ্ককে করে রেজিস্ট্রেশন দুবাই বসবাসরত নাগরিকরা ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ পাবেন। লিঙ্ক : https://www.10mmeals.ae























