সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে আজ (শুক্রবার) থেকে। বৃহস্পতিবার আমিরাতের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটির ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়।
আমিরাত ছাড়াও সৌদি আরব, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ থেকে শুরু হবে রোজা।
করোনাভাইরাসের সংক্রমণরোধে আমিরাত সরকার আগেই তারাবিহ নামাজ ঘরে আদায়ের নির্দেশ দিয়েছে।
























