পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে-যে ভাবে পালিত হবে পবিত্র মাহে রমজানঃ-
পবিত্র রমজান মাসে ১০ রাকাত তারাবিহর নামাজ আদায় করা হবে।
প্রথম ছয় রাকাত এক ইমামের মাধ্যমে এবং বাকি চার রাকাত ও বিতর নামাজ দ্বিতীয় ইমামের মাধ্যমে আদায় করা হবে।
এ বছর তারাবিহ নামাজ ও কিয়ামুল লাইল এই দুই নামাজের মাধ্যমে পবিত্র কোরআনুল কারিম খতম করা হবে ২৯ শে রমজান
ওমরাহ ও পবিত্র দুই মসজিদে ইফতার ও ইতেকাফ এর ব্যবস্থা বন্ধ থাকবে।
Discussion about this post