সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশি। এর মধ্যে গেল সাত দিনেই নতুন করে সংক্রমণ ধরা পড়েছে প্রায় ১৬শ’।
সর্বশেষ একদিনেই ৫৭০ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ জনে। শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে এ তথ্য জানা গেছে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক ৫৭০ জনই বাংলাদেশি।
সেখানকার শ্রমিকদের আবাসস্থল ডরমেটরিগুলোকে বলা হচ্ছে সংক্রমণের মূলকেন্দ্র। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে প্রবাসীদের মধ্যে।
তবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ২ হাজার প্রবাসী বাংলাদেশি সংক্রমিত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।
জানা গেছে, সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের বসবাসের ভবনগুলো ডরমেটরি হিসেবে পরিচিত। ছোট্ট এ দ্বীপ রাষ্ট্রটিতে কর্মরত প্রবাসীদের বেশির ভাগেরই বাস এসব ভবনে। ভাগ্য বদলের আশায় যাওয়া লক্ষাধিক বাংলাদেশিও এখানে থাকেন।
দেশটির পঙ্গল এলাকায় অবস্থিত এমনি দুটি ডরমেটরি এখন করোনা সংক্রমণের হটস্পট। গেল এক সপ্তাহে প্রবাসী শ্রমিকদের এ আবাসস্থলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৭ দিনে কেবল বাংলাদেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন ১৫৮০ জন।
গত ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৯৯ জন, ১২৫ জন, ২০৯ জন, ১৭২ জন, ২৫৬ জন, ৩৪৬ জন, ৩৭৩ জন। পুরো সিঙ্গাপুরে যত আক্রান্ত তার ৪০ শতাংশই বাংলাদেশি।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান যমুনা টিভিকে বলেন, আমরা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শ্রমিকদের জব ম্যানেজমেন্ট এবং হসপিটালের সঙ্গেও কথা বলছি।
Discussion about this post