করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কঠিন চ্যালেঞ্জে রয়েছে প্রবাসীরা। কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বন্দি, দোকান-ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। কাজ নেই, আয়ের পথও বন্ধ। এমন পরিস্থিতিতে নিজেদের খরচ মেটানোই দায় হয়ে পড়েছে। খুব কষ্টে দিনাতিপাত করছেন ব্র্যান্ডিং বাংলাদেশের সারথিরা।
এ কষ্টের কথা বলতেও পারছেন না কাউকে। এছাড়া তাদের উপার্জনে নির্ভর করে চলে দেশে থাকা পরিবার স্বজনেরা। পরিজনদের চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর। প্রাণঘাতী করোনায় লন্ডভন্ড করে দিয়েছে প্রবাসীদের আশা আকাঙ্খা। এ প্রাণঘাতী থেকে উত্তরণ কবে হবে কেউ জানে না।
অনির্দিষ্টকালের জন্য অফিস-আদালত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। মার্চ থেকেই কাজ বন্ধ হয়ে গেছে অনেক প্রবাসীর। ঘরে বসে বেকার সময় পার করছে সবাই। ঘর থেকে বের হতে পারেন না। সবধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রবাসীদের কাজের সুযোগ নেই। খুব কষ্টে দিন পার করছে।
এ অবস্থা আর কিছু দিন চললে প্রবাসে থাকাই দায় হয়ে যাবে! বর্তমানে সংকটময় পরিস্থিতিতে যেখানে নিজের খাবার’ই নেই! সেখানে কীভাবে দেশে টাকা পাঠাবে!
























