শুক্রবার দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড দাতব্য কার্যক্রম বিভাগ (আইএসিএডি) ঘোষণা দিয়েছে যে, দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মতো পবিত্র রমজান মাসে মুসলমানরা ঘরে বসে তারাবীহ নামাজ আদায় করতে পারবে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, মহামারী কোভিড -১৯ করোনাভাইরাস প্রতিরোদের প্রচেষ্টার অংশ হিসাবে মসজিদগুলি বন্ধ থাকায় বাড়িতে নামাজ পড়া উচিত।
আইএসিএডি স্পষ্ট করে জানিয়েছে, রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তারাবীহর নামাজ ঘরে বসে আদায় করা যায় এবং মসজিদে নামায পড়লে যে সাওয়াব পাওয়া যায়, ঘরে আদায় করলেও সাওয়াব একই থাকবে।
আইএসিএডি আরো বলেছে যে, মুসলমানরা তারাবীহর নামাযে পবিত্র কুরআন শেষ করতে চাইলে নামাজ পড়ার সময় কুরআন হাতে রেখে তেলাওয়াত করতে পারবে।
Discussion about this post