বস্তা বস্তা চাল জব্দ, জড়িতদের আটক, জরিমানা, মামলা ও বহিস্কারের পরও থামছে না গরিবের চাল চুরি। সরকারি এ সহায়তা বণ্টনের দায়িত্ব যাদের হাতে সেই ডিলার-জনপ্রতিনিধিরাই জড়িত এসব চাল চুরির সঙ্গে। গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থান থেকে ১৩৬১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা, জয়পুরহাটে ৮৭৫ বস্তা, বগুড়ায় ১৬৮ বস্তা, ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ বস্তা, মাদারীপুরে ২৬ বস্তা, খাগড়াছড়িতে ২৮ বস্তা ও ভোলায় সাত বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৩ জনকে।
এ দিকে, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। নাটোরে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাবনা সদর উপজেলায় ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকার নবাবগঞ্জে চালের কার্ড বিতরণে বাণিজ্যের অভিযোগে নয়নশ্রী ইউপি সদস্য সেকান্দার মিয়াকে আটক করেছে পুলিশ। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়ায় টিসিবির ডিলারসহ দু’জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে এক ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল রোববার এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্তকৃত জনপ্রতিনিধিরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার, নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন শাহ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন। জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ টন চালসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করেছে র্যাব-৫-এর সদস্যরা। শনিবার রাতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আল ইসরাইল জুবেল। তিনি গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ এ তথ্য জানান।
শনিবার রাতে গোপীনাথপুর বাজারে অভিযান চালায় র্যাব। আওয়ামী লীগ নেতা জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৮০ টন (৩০ কেজির ৮৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়।
এ দিকে ক্ষেতলাল উপজেলায় গতকাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- উপজেলার নজিরপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে তোতা মিয়া এবং একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আবদুল মজিদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি ২২৬ বস্তা চালসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং চাল উদ্ধার করা হয়। তবে মূল হোতা একই উপজেলার আমনুরা এলাকার বাবু পলাতক। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মেসবাউল হক এবং একই উপজেলার গণকা গ্রামের রবিউল ইসলাম।
পুলিশ জানায়, মহারাজপুর জোড়া বকুলতলা গ্রামের একটি বাড়িতে সরকারি চাল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইউপি মেম্বারের বসতঘরে মাটি খুঁড়ে সাত বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে এসব চাল উদ্ধার করে। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করায় তার বাবা মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ার নন্দীগ্রামে ১৬৮ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুদের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি আনসার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার ভাগশিমলা গ্রামে আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে ওই কালোবাজারির সঙ্গে জড়িত খাদ্য অধিদপ্তরের স্থানীয় ডিলার ভাগশিমলা গ্রামের মিলন আলী সরদার পালিয়েছে।
ঘটনাটি জানার পর আনিসুর রহমান ও আনসার আলীকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি মজিবর রহমান মজনু এ তথ্য জানান।
বগুড়া র্যাব-১-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে রোববার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ টাকা কেজির চাল নন্দীগ্রামে কর্মহীন ও দুস্থদের মধ্যে বিক্রি না করে একটি চক্র কালোবাজারির মাধ্যমে কিনে অবৈধভাবে মজুদ করছে বলে তাদের কাছে খবর ছিল। খবর পেয়ে শনিবার রাতে আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৮ বস্তা চাল পাওয়া যায়।
Discussion about this post