সংযুক্ত আরব আমিরাতের নতুন করে ২৭৭ জন করোনভাইরাসে আক্রান্ত হয়েছে, সোমবার স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রনালয় বিষয়টি নিশ্চিত করেছে। ফলে আমিরাতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০৭৬ জন।
নতুন করে ২৩ জনসহ সারা দেশে সুস্থ হয়েছে ১৬৭ জন।
মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র ড.ফরিদা আল হোসানী সোমবার এশিয়ান এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এতে করে সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ জনে দাড়িয়েছে।
আল হোসানী আরো বলেন, আমিরাতের চিকিত্সা কর্মীরা ভাইরাস সনাক্ত করতে সক্ষম। এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়াকে আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি না, বরং এই মহামারী ভাইরাস প্রতিরোধ করতে পারবো বলে আশাবাদী।
























