করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুরু ইতালিতেই মারা গেছেন ১৫ হাজার ৮৮৭ জন।
সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০৮টি দেশে ছড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট তিন লাখ ৩৭ হাজার ৯৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৫৪ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন।
আক্রান্ত ও মৃতে হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৩২ জন। মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৫ জন।
মৃতের সংখ্যা চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৭৮০ জন। এর মধ্যে আট হাজার ৭৮জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ও ইরানে মারা গেছে যথাক্রমে চার হাজার ৯৩৪ এবং তিন হাজার ৭৩৯ জন।
বাংলাদেশেও হানা দিয়েছে করোনা। দেশে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। অপরদিকে নতুন করে তিন জন মারা যাওয়ায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
Discussion about this post