মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উপহাসের শেষ নেই। নির্বাচনে দাঁড়ানো থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়ার পরও তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্যই পাওয়া গেছে। এবার জনপ্রিয় হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোও নেতিবাচক মন্তব্য করলেন ট্রাম্পকে নিয়ে। যদি ট্রাম্পের জীবনীভিত্তিক ছবি বানানো হয় আর তাতে প্রস্তাব দেওয়া হয় রবার্ট ডি নিরোকে, ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন না অস্কারজয়ী এই অভিনেতা। বিতর্কিত এই প্রেসিডেন্টের জন্য এতটুকুও ছাড় দিতে রাজি নন নিরো।
মনে করা হচ্ছে, ট্রাম্পকে নিয়ে জীবনীভিত্তিক সিনেমা নির্মিত হতে পারে। সে দায়িত্বটি পড়তে পারে বিখ্যাত পরিচালক মার্টিন স্করসেসির কাঁধে। রবার্ট ডি নিরো যেহেতু স্করসেসির বেশ কয়েকটি চলচ্চিত্র করেছেন, তাই ট্রাম্পের চরিত্রে তিনি নিরোকেই বেছে নেবেন। সেই সূত্র ধরে রবার্ট ডি নিরো ঘোষণা দিয়েছেন, ট্রাম্পকে নিয়ে যেকোনো ধরনের জীবনীভিত্তিক ছবির সঙ্গে তিনি নেই। তিনি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কট্টর সমালোচকও।
ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনো ধরনের সহানুভূতি তাঁর নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিরো বলেছেন, ‘আমি কখনোই ট্রাম্পের চরিত্রে অভিনয় করব না।’
রবার্ট ডি নিরো অনেক মাফিয়া চরিত্র করেছেন। মার্টিন স্করসেসির পরিচালনায়ই করেছেন মিন স্ট্রিটস, গুডফেলাস, ট্যাক্সি ড্রাইভার ও দ্য কিং অব কমেডি। দুইবার অস্কারজয়ী নিরো আরও বলেন, ট্রাম্প একজন মাফিয়ার থেকেও খারাপ। রবার্ট ডি নিরো ও মার্টিন স্করসেসি ট্রাম্পের বায়োপিকের জন্য জুটি না বাঁধলেও তাঁদের দুজনের কাজ দ্য আইরিশম্যান মুক্তি পাবে এ বছরই। সূত্র: এসশোবিজ
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post