এই প্রথম কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারে প্রথম করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যুর ঘটনা। মৃত ব্যাক্তি প্রবাসী বাংলাদেশি। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার ওই বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার (কিউিএনএ) বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তাতে বলা হচ্ছে করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৫৭ বছর। তিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির নাম দিলীপ কুমার দেব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে মহাজনবাড়িতে তার বাড়ি। তিনি কাতারে ব্যবসা করতেন। তিনি গত ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৮ মার্চ) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাতারে যেসব মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে বেশির ভাগ অভিবাসী শ্রমিক। কাতার সরকার দেশটির বৃহত্তম একটি শিল্প এলাকা লকডাউন করে রেখেছে; যেখানে অনেক মানুষের বসবাস ছাড়াও কারখানা রয়েছে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৫৯০ জন।
Discussion about this post