সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, দেশে সমস্ত ফ্লাইট বন্ধের গুজব অস্বীকার করেছে ।
রবিবার রাতে এক বিবৃতিতে জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) সমস্ত আগত ও বহির্গামী ফ্লাইট বন্ধের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব অস্বীকার করেছে।
জিসিএএ জনসাধারণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং বিশ্বস্ত উৎস থেকে তথ্য গ্রহণের আহ্বান জানায়
সূত্রঃ খালিজ টাইমস























