এস আলম মানিক, আমিরাত প্রবাসী: ইতালি প্রবাসীর দোষ খুঁজতেছেন যারা! তারা এক প্রকার স্বৈরাচার। মিলিয়ন বিলিয়ন রেমিট্যান্স এর হিসাব জানেন কিন্তু রেমিট্যান্স পাঠানোর কারিগরদের সাথে যাচ্ছেতাই ব্যবহার সে সাথে কামলা! মুর্খ! অশিক্ষিত! পানিতে ভেসে ইতালি যাওয়া ইত্যাদি নামে উপাধি।
গতকালকের ইতালি প্রবাসীরা সুদূর ইতালি থেকে ১০/১৫ ঘন্টা ভ্রমণ করে দেশে আসেন। দেশে আসার আগে ইতালির সরকার টেস্ট করে সার্টিফিকেট দেয়, আবার দুবাই সরকার ও টেস্ট করে সার্টিফিকেট দেয় তাদের কারো কাছে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি নাই।
বাংলাদেশে নামার পর স্বাভাবিক ইমিগ্রেশন পার হতে কয় ঘন্টা লাগে এটাতো কারো অজানা নয়! এরপর বাড়তি টেস্ট এর জন্য অপেক্ষা করা! হজ্ব ক্যাম্পে নিয়ে আরো ১/২ ঘন্টা অপেক্ষা করা! সব মিলিয়ে ১৬/১৭ ঘন্টার ধকল সহ্য কর এত সহজ কি! এরপর ক্যাম্পে না আছে ডাক্তারের উপস্থিতি না আছে মেশিনারিজ না আছে খাবার পানি সরবরাহ। সাথে তো অপরিষ্কার ও মশা ফ্রি। আরো ভয়ানক কথা ইতালি থেকে আসা ফ্লাইটে বাচ্চা ও মহিলা ছিল। আপনারা গালিটাই শুনেছেন ভিতরে কি হয়েছে তা জানার চেষ্টা করেন নি!
যারা প্রবাসীদের গালি নিন্দা করেন তারা একটু ভাবুন। সে ঘটনা আপনার সাথে ঘটলে কি করবেন! ফেসবুকে না চিল্লাইয়া ১৬/১৭ ঘন্টার জার্নি সেই সাথে এসব অব্যবস্থাপনার কথাও ভাবুন। এদের অনেকে আছে জব ছাড়া,অনেকে আছে অসুস্থ অবস্থায় কাছের মানুষের সান্নিধ্য পাওয়ার আবেগ আবার অনেকের আগের পরিকল্পনা অনুযায়ী ছুটি। আবার কেউ আছে সেফে থাকার প্লানে , বিদেশে চাকরী ছাড়া কদিন বাসায় থাকা যাবে! আমি হলে আমিও দেশে ছুটতাম।
প্রবাসীরা বাংলাদেশ থেকে হাজার কোটি লুট করে না! পাচার করের না, তাদের মধ্যেও জিকে শামিম,পাপিয়া নাই। নাই দেশে প্রতিদিন ১৫/২০ টা খুন ধর্ষণের আসামী। তারপরও তাদের রেমিট্যান্সে ফুলে ফুলে উঠা রিজার্ভ, অর্থনীতির চাকা সচল তাদেরই রেমিট্যান্স। তাদেরই টাকায় দেশের ৯০% পরিবারের সমৃদ্ধি উন্নতি।
একজন প্রবাসীর একটা গালিকে কেন্দ্র করে এমন ব্যবহার, এমন অব্যবস্থাপনার প্রতি অভিযোগকে কেন্দ্র করে তাদের সাথে বিমাতাসুলভ ব্যবহার কাম্য না। প্রায় ১ কোটি প্রবাসী যদি এক মাস টাকা না পাঠায় আপনাদের অর্থনীতি, আপনাদের বিদেশী কড়কড়ে টাকার ঘ্রাণ, তথা দাঁত কেলানো হাসি আর থাকবেনা। শুনতাম দুধ দেওয়া গাভীর প্রতি কৃষক অনেক যত্নশীল কিন্তু প্রবাসীদের প্রতি সিকি ভাগ নাই। তাদের প্রতি অমানবিক হওয়া বন্ধ করুন। তাদের পর্যাপ্ত সাপোর্ট দিন।
আর প্রবাসীরাও মাথা ঠান্ডা করে পরিস্থিতি বুঝে আচরণ করুন।বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে তা মাথায় রেখে চলুন। ইতালি আর মধ্যপ্রাচ্যের মত পরিবেশ পাবেন না! শান্তভাবে বাংলাদেশ সরকারকের গৃহিত পদক্ষেপে চলুন।
Discussion about this post