কুয়েতে একজনকে হত্যার পর আগুনে পুড়ে মারার অভিযোগে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।দেশটির জাহরা ক্রিমিনাল বিভাগ একজন কুয়েতিকে নির্মমভাবে হত্যার অভিযোগে দুইজন বাংলাদেশীকে গ্রেফতার করে একজন কুয়েতি নাগিরিকের হত্যার অভিযোগে, তদন্ত বিভাগ জানিয়েছে অভিযুক্ত ২ বাংলাদেশী হত্যার পরে লাশ পুড়িয়ে মরুভূমিতে ফেলে দেয়।
এর আগে গতকাল দেশটির জাহারার অদুরে আরারাহ মরুভূমি থেকে নিহত কুয়েতির পোড়া লাশ উদ্ধার করে।অভিযুক্ত বাংলাদেশীরা তাদের হত্যাকান্ডের কথা স্বীকার করে ও জানায় এই হত্যা আর্থিক লেনদেনের কারনেই করা হয়েছে।
তদন্ত বিভাগ থেকে বলা হয়েছে এই হত্যার তদন্ত চলছে। সন্দেহ ভাজন আটক বাংলাদেশীদের পরিচয় প্রকাশ করেনি।
Discussion about this post