অস্ত্র বা বিস্ফোরক কিংবা অবৈধ পণ্য বা মাদক শরীরে বহন করে উড়োজাহাজে ওঠা এখন কঠিন হয়ে পড়বে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে অত্যাধুনিক বডি স্ক্যানার ‘প্রোভিশন ২’,যা মানুষের পোশাকের নিচে লুকিয়ে থাকা যে কোন ক্ষুদ্র উপকরণ বা উপাদান বৈদ্যুতিন চুম্বকীয় বিকিরণের সাহায্যে শনাক্ত করতে সক্ষম।
এরই মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক টার্মিনালে ৭ টি, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ টি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১টি ‘প্রোভিশন ২ স্ক্যানার বসানো হয়েছে । তবে এখনো পুরোপুরিভাবে চালু করা হয়নি জাইকার অর্খায়নে বসানো এইসব স্ক্যানারের কার্যক্রম। পরীক্ষামূলক কার্যক্রম শেষ খুবই সহসাই চালু করা হবে। এ জন্য এই মাসেই জাইকার একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসছে বলে সূত্রটি জানিয়েছে ।
এদিকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণশুনানিতে অংশ নিতে এসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো স্ক্যানারটির কার্যক্রম দেখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
Discussion about this post