অস্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মাদ আবু জাফর ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসাবে যোগ দেন। ২০১৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাদার কূটনীতিক মোহাম্মাদ আবু জাফর ভিয়েনাতে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে দ্য হেগ, করাচি, লস এঞ্জেলেস, দুবাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদ ও বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি শেরে-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং যুক্তরাষ্ট্রের প্রেসটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন মোহাম্মাদ আবু জাফর।
Discussion about this post