হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম শাহিনুর রহমান। সে ময়মনসিংহ জেলা সদরের কামরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শাহিনুর রহমানকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতে পুকুর পাড়ে তার ধোয়া কাপড় দেখতে পেয়ে সহপাঠীরা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর আজ সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। তিনি আরও বলেন, শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার পারত না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিকালে পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discussion about this post