সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমায় ওয়াদি শামস’ মো ইদ্রিছ (৪০) নামে এক বাংলাদেশি গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়ে নিখোঁজের ৬ দিন পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।
এক বছর আগে ইদ্রিছ জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে আসেন। শনিবার নিজে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় তার এক সহকর্মীও গাড়িতে ছিলেন। পথে জমে থাকা বৃষ্টির পানিতে গাড়ি উল্টে ভেসে যাচ্ছিলেন। সে সময় গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ। অন্যজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। ইদ্রিছকে রক্ষা করা সম্ভব হয়নি। তিনি সাগরে ভেসে চলে যান। ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত মো ইদ্রিছ চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ জলিলের পুত্র। ইদ্রিছের স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।
Discussion about this post