মুহাম্মদ মোরশেদ আলম,ইউএইঃ চট্টগ্রামের রাউজান থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হযরত এয়াছিন শাহ (রঃ) পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়। তৎকালীন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম আবদুল ওহাব বি.এ.বি.এড, ১৯৬৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। সে থেকে সুনামের সাথে স্কুলটি শিক্ষার আলো ছড়াচ্ছে সারা দেশে।
বর্তমানে এই বিদ্যালয়ের সৃষ্টি কৃষ্টি ইতিহাস ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে হযরত এয়াছিন শাহ (রঃ) পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ব্যাচ ৯৯। এর ধারাবাহিকতায় ব্যাচ ৯৯ আমিরাত শাখার উদ্যোগে দুবাই মামজার পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো পুনর্মিলনী অনুষ্ঠান।
পবিত্র কোরআন তেলোয়াত ও শহীদের স্বরণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে আলোচনা সভায় অংশ নেন মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ জাহেদ, আহসান হাবীব মুন্না, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আলমগির, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ কবির, মুহাম্মদ মুনছুর সহ স্কুলের প্রাক্তন ছাত্ররা।
এসময় আগামী মার্চ মাসে ৯৯ ব্যাচের পুনর্মিলনীতে স্কুলে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসার শাসনের স্মৃতিচারণ করেন প্রাক্তন এসব ছাত্ররা। পরে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post