আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইতে ৭ ও ৮ জানুয়ারি গ্লোবাল বিজনেজ সামিট ২০২০ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের আয়োজনে দুবাই’র ক্রাউন প্লাজায় গ্লোবাল ২ দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ বিজনেজ কাউন্সিল অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, “বিজনেস সামিট নিয়ে নানা আয়োজন করা হয়েছে। শেষ মুহুর্তে চলছে অনুষ্ঠানের ব্যপক প্রস্ততি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ জনের বেশী ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেবে। এই সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের বিভিন্ন ব্যবসা সম্পর্কে পরিচিত হওয়াই মুল উদ্দেশ্য। আমাদের দেশের উন্নয়নে বিভিন্ন ব্যবসায়ীরা কিভাবে বিনিয়োগ করে দেশকে আরো সুখী সমবৃদ্ধিশীল রাষ্ট্রে পরিনত করা যায় এটাই সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিষন ২০২১ এবং ২০৪১ কে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগী হিসাবে পালন করবো বলে আশা রাখি।”
সম্মেলনের আহবায়ক ও বিজনেজ কাউন্সিল দুবাইয়ের সিনিয়ার সহ-সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজনেজ কাউন্সিল দুবাই’র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মদের সঞ্চালণায় উপস্থিত ছিলেন বিজনেজ কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি মোঃ রাজা মল্লিক, সহ-সভাপতি মাহাবুবুল আলম মানিক, নুরুন্নবী রওশন, মোঃ মাজাহার উল্লাহ মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ জুলফিকার ওসমান, মাহামুদ হাছান, সেলিম রেজা, মোহাম্মদ আলী, এমদাদ বক্স ও মোঃ দেলোয়ার আহাম্মেদ ও গ্লোবাল বিজনেজ সামিট ২০২০ এর ইভেন্ট পার্টনার বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক।
Discussion about this post