নতুন বই নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে চট্রগ্রামের পতেঙ্গা কাটগড় ধুমপাড়া এলাকায় মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষার্থী রেশমি আক্তার (১০) মীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নতুন বই আনতে রেশমি স্কুলে যায়। বই নিয়ে ফেরার পথে রাস্তার একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রেশমি মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
 
 

























