১৯৯৮ সালে ‘ছাম্মা ছাম্মা’ গানটি প্রকাশ হতেই চারদিকে সাড়া ফেলে। ওই সময় ডিজিটাল ডিভাইসের ছড়াছড়ি ছিল না। কিন্তু স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে।ওই সময় ‘ছাম্মা ছাম্মা’য় সেনসেশনাল পারফর্ম করেন বলিউড ক্রেজ ঊর্মিলা মাতন্ডকার। রাজকুমার সন্তোষির ‘চায়না গেট’ সিনেমায় গানটির জন্য আইটেম গার্ল হিসেবে হাজির হয়েছিলেন তিনি।
সিনেমাটিতে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ড্যানি দেংজংপা, পরেশ রাওয়াল, ওম পুরি ও অমরেশ পুরির মতো শক্তিশালী অভিনেতারা। নায়িকা ছিলেন মমতা কুলকার্নি।প্রকাশ ঝাঁ প্রযোজিত ‘ফ্রড সাইয়াঁ’ সিনেমার জন্য গানটি নতুন করে তৈরি করা হয়েছে। পারফর্ম করেছেন রিয়্যালিটি শো দিয়ে জনপ্রিয়তা পাওয়া এলি আভ্রাম। ইতিমধ্যে ‘ছাম্মা ছাম্মা’ ভাইরাল হয়ে গেছে। প্রযুক্তি সহজে পৌঁছে দিচ্ছে শ্রোতা-দর্শকদের কাছে। ইউটিউবে দেখা হয়েছে চার কোটিবারের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, শিগগিরই ১০ কোটির মাইলফলক অর্জন করবে।
গানটির স্বত্ব সংগীত বিপণন সংস্থা টিপসের কাছে। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার কুমার তুরানি জানান, গানটি টিভি, ইন্টারনেট বা ক্লাব-সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন সাড়ায় তারা দারুণ খুশি।সামিরের কথা ও অনু মালিকের সুর-সংগীতে মূল ‘ছাম্মা ছাম্মা’য় কণ্ঠ দিয়েছিলেন অলকা ইয়াগনিক। নতুন সংস্করণে কণ্ঠ দেন নেহা কক্কর, রোমি, অরুণ ও ইকা। নতুন করে সংগীতায়োজন করেছেন তানিষ্ক বাগচি।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post