এই বছর মুক্তি পেয়েছে মোট ৫৬টি চলচ্চিত্র। এরমধ্যে যৌথ প্রযোজনার রয়েছে চারটি। আর আমদানি করা ৮টি। মোট দেশি ছবির সংখ্যা ৪৮টি।এই ছবিগুলোর মধ্যে হাতেগোনা অল্প কিছু ছবি ভালো ব্যবসা করেছে। চলচ্চিত্রের মন্দার এই বছরে ব্যবসায়িক সাফল্যে এগিয়ে ছিলেন শাকিব খান, সিয়াম, বুবলী ও পূজা চেরী। তবে আরও অনেক নায়ক-নায়িকাই উপহার দিয়েছেন ব্যবসা সফল ও আলোচিত সিনেমা
বছরের মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা নিচে উল্লেখ করা হলো-
১. পুত্র ২. দেমাগ ৩. পাগল মানুষ ৪ .হৈমন্তী ৫. জিও পাগলা (আমদানি) ৬. ইন্সপেক্টর নটি কে (আমদানি) ৭. ভালো থেকো ৮. আমি নেতা হব ৯. নূরজাহান (যৌথ) ১০. রাঙা মন ১১. পাষাণ (যৌথ) ১২. মাটির প্রজার দেশে ১৩. বিজলী ১৪. কালের পুতুল ১৫. স্বপ্নজাল (যৌথ) ১৬.পলকে পলকে তোমাকে চাই ১৭. একটি সিনেমার গল্প ১৮. প্রেমের কেনো ফাঁসি ১৯. আলতাবানু ২০. চালবাজ (আমদানি) ২১. ধূসর কুয়াশা ২২. চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ২৩. পাঙ্কু জামাই ২৪. কমলা রকেট ২৫. পোড়ামন টু ২৬. সুপারহিরো ২৭. প্রেমিক ছেলে ২৮.নামতা ২৯. সুলতান (আমদানি) ৩০. ভাইজান এলো রে (আমদানি) ৩১. ফিদা (আমদানি) ৩২. পিয়া রে (আমদানি) ৩৩. জান্নাত ৩৪. মনে রেখ ৩৫. ক্যাপ্টেন খান ৩৬. বেপরোয়া ৩৭. ফিফটি ফিফটি লাভ ৩৮. নাকাব (আমদানি) ৩৯. নায়ক ৪০. পবিত্র ভালোবাসা ৪১. মাতাল ৪২. মেঘকন্যা ৪৩. সনাতন গল্প ৪৪. দেবী ৪৫. আসমানী ৪৬. মিস্টার বাংলাদেশ ৪৭. লিডার ৪৮. পাঠশালা ৪৯. ভিলেন (আমদানী) ৫০. দহন ৫১. গার্লফ্রেন্ড (আমদানি) ৫২. আমি শুধু তোর হলাম (আমদানি) ৫৩. পোস্টমাস্টার ৭১ ৫৪. তুই শুধু আমার (যৌথ) ৫৫. স্বপ্নের ঘর ৫৬.অর্পিতা।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post