ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী গণবিক্ষোভে যুক্ত হয়েছে অভিনব প্রতিবাদও। একাধিক বিয়ের আসরে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে বর-কনেদের। এমনকি বিয়ের সাজে বর-কনে নেমে এসেছেন রাস্তায়ও। আবার প্রিওয়েডিং ফটোগ্রাফিতেও দেখা গিয়েছে সিএএ ও এনআরসি নিয়ে প্রতিবাদ।
ইন্ডিয়া টুডে জানায়, বর-কনে ও হবু দম্পতির এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দারুণভাবে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তারা। শংকর দাস নামে এক ব্যক্তি টুইটার পোস্টে এ রকম পাঁচটি বিয়ের ছবি দেখা গিয়েছে। যেখানে বর-কনেরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করছে। কেরালাতেই এসব বিয়ে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুইটি নবদম্পতিকে দেখা গিয়েছে, বিয়ের সাজে অংশ নিয়েছেন বিক্ষোভে। সিএএ ও এনআরসি বাতিলের দাবি জানান তারা। নাগরিকত্ব আইনকে তারা ধর্মীয় বৈষম্যমূলক বলেও অভিহিত করেন। এর আগেও কেরালার এক হবু দম্পতি সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রিওয়েডিং ফটোশুটে দুজনের হাতেই দেখা যায় ‘নো এনআরসি’ এবং ‘নো সিএএ’ লেখা প্ল্যাকার্ড।
Discussion about this post