হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ২ ঘণ্টা সব ধরণের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে এ মহড়ার আয়োজন করে বিমান বাহিনী।
বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমান বাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।
Discussion about this post