সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর ক্লিভল্যান্ড ক্লিনিক হাসপাতালের ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৫ মাসের অধিক সময় ধরে কোমায় আছেন চট্টগ্রামের কাজী কামাল উদ্দিন। এ অবস্থায় কামালের চিকিৎসা ব্যায় নির্বাহের পাশাপাশি, দেশে পাঠাতে দূতাবাসসহ বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের পাশাপাশি নিকটাত্নীয় প্রবাসীরা।
ভাগ্য পরিবর্তনের আশায় ১২ বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমান চট্টগ্রামের হাটহাজারী থানার ১ নম্বর ওয়ার্ডের রঙ্গিপাড়ার পশ্চিম দেওয়ান নগর গ্রামের মৃত কাজী নূর মোহাম্মদের ছেলে কাজী কামাল উদ্দিন। পরিবারের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি, পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাস! গত পাঁচ মাস পূর্বে হঠাৎ ব্রেইন স্ট্রোকে কোমায় আছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন পূর্বের চেয়ে তার চিকিৎসায় অগ্রগতি হয়েছে এই মুহূর্তে তার প্রয়োজন পরিবারের সেবা। তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে উন্নতর চিকিৎসা করালে সুস্থ হতে পারেন।
পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি দীর্ঘ ৫ মাসের অধিক সময় হাসপাতালে থাকায়, অনাহারে দিনযাপন করছে দেশে থাকা তার পরিবারের সদস্যরা। এমনকি, ৫ মাস আবুধাবীতে ভগ্নিপতির দেখভাল করতে গিয়ে চাকরী হারিয়েছেন কামালের শ্যালক মুরশেদ। বর্তমানে কামালকে দেশে পাঠাতে প্রায় ৭/৮ লাখ টাকা খরছ হবে যা নির্বাহ করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কাজী কামাল উদ্দীনের অসহায় পরিবার। পরিবারে প্রত্যাশা সকলের সাহায্য সহযোগীতায় সুস্থ হয়ে উঠবেন কামাল।
কামালকে সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করতে পারেন। মোহাম্মাদ মোরশেদ (কামালের শ্যালক) +৯৭১ ৫৬ ৯৬৭ ৭৫১২ ও রাজু (রিয়াদ) ০০৯৭১৫৫৭৫২১৪১৫ আবুধাবী, ইউ এ ই।


























