গত বৃহস্পতিবার আবুধাবিতে শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের উদ্যেগে এবং প্রশান্ত কুমার দাসের আয়োজনে আবুদাবি মদিনা জাহিদ এলাকার একটি অস্থায়ী মন্দিরে শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের শিষ্য শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী রাইহরানন্দ পুরী মহারাজ স্মৃতি স্মরণে ও প্রেমময় যোগী মহারাজের তিরোধান দিবস উপলক্ষে গীতা পাঠ, গান, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ এর ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠানে গ্রীন সিটি আল আইন প্রবাসী মরুতীর্থ গীতা সংঘের সদস্য বৃন্দ,শারজা প্রবাসী পার্থসারথি গীতা সংঘ সহ বিভিন্ন মন্দির থেকে দুই শতাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে। পরে বিশ্বশান্তি কামনায় মাঙ্গলিক পাঠ করা হয় এবং সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post