যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে শিশুশিল্পী থেকে নায়িকায় পরিণত হয়েছিলেন পূজা। ‘নূরজাহান’ নামের ছবিটি তেমন সাড়া না ফেললেও পূজা আলোচনায় আসেন জাজের পোড়ামন-২ ছবিতে কাজ করে। এরপর মুক্তি পায় ‘দহন’। এ ছবিটিও ব্যবসা সফল হয়।
এদিকে নতুন বছরের শুরুতেই পূজা হাজির হতে যাচ্ছেন চিরচেনা সেই প্রেমিকারূপে। নূরজাহান, পোড়ামন-২, দহন-এ যারা পূজাকে দেখেছেন তাদের জন্য এটা সুখবরই বটে। রোমান্সে পূজার জুড়ি মেলা ভার। পূজা এবার রোমান্স করবেন কলকাতার নায়কের সঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানিয়েছে ছবিটি ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জাজ কর্ণধার আব্দুল আজিজ বলেন,‘প্রেম আমার-২’ নামের ছবিটি আমরা যৌথ প্রযোজনায় নির্মাণ করেছি। সামান্য একটু শুটিং বাকী আছে। আশা করি দিন দশেকের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।’
নূরজাহান ছবিতে পূজার নায়কি ছিলেন আদ্রি। ‘প্রেম আমার-২’ ছবিতেও একই নায়ক অভিনয় করেছেন। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটির একটি পোস্টার উন্মুক্ত করা হয়েছে অনলাইনে। পোস্টারটিতে পূজা ও আদ্রিকে রোমান্টিক লুকে দেখা গেছে। জাজ জানিয়েছে ২৫ জানুয়ারিতে ভারত ও বাংলাদেশে একযোগে ছবিটি মুক্তি পাবে।উল্লেখ্য ছবিটি কলকাতার ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রেম আমার’-এর সিক্যুয়েল হলেও এর গল্পটি আলাদা। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post