আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরা আনন্দে মেতে উঠেন। উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেন।
আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ফ্যামিলি পিকনিক ও কার শোভাযাত্রার আয়োজন করা হয়।
গত সোমবার ০২ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় শারজাহ ন্যাশনাল পার্ক থেকে আমিরাতের জাতীয় পতাকার আদলে শতাধিক গাড়ি সাজিয়ে কার শোভাযাত্রা খোরফাক্কান বিচ পার্কের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে।
এক ঘন্টায় গন্তব্যে পৌছে শুরুতেই আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের পরপরই কেক কাটা হয় আয়োজনে ছিল শিশু-কিশোরদের জন্য নানা ক্রীড়া প্রতিযোগিতা। প্রাপ্তবয়স্কদের জন্যও ছিল খেলার ব্যবস্থা। মহিলাদের মার্বেল দৌড় আর পুরুষদের জন্য ছিল বল নিক্ষেপ প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র।
Discussion about this post