কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মো. মাসুদ (৩৫) । তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের মো. রুহুল আমিনের ছেলে।
গত শুক্রবার কাতারের রাজধানী দোহার আল উখিরে এই দুর্ঘটনা ঘটে। এক পাকিস্তানি চালকের গাড়ি পিছন দিয়ে মাসুদের পিকআপটিকে জোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। মারাত্মক আহত হন সামনের আসনে বসা মাসুদ ও চালক শফিউল ইসলাম।
আশংখাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হামাদ হাসপাতালে । মাথায় আঘাত পাওয়া মাসুদকে সুস্থ করে তুলতে ৫ দিন ধরে প্রাণপন চেষ্টা করে চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে বুধবার (২৪ নভেম্বর) বিকেলে না ফেরার দেশে চলে যান এই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা।
মাসুদের গাড়িটির চালক শফিউল একই হাসপাতালে চিকিৎসায় আছেন। তার পাঁয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছে। শফিউল সর্ম্পকে গাড়িটির চালক মাসুদের চাচাতো ভাই। মাসুদের ছোটভাই কাতারপ্রবাসী জহির উদ্দিন বাবর জানান, জীবিকার তাগিদে ১২ আগে কাতারপ্রবাসী হয়েছিলেন মাসুদ। সেই থেকে টানা এত বছর কাজ করেন কাতারি এক ব্যবসায়ীর বাসায়। বাংলাদেশে তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
Discussion about this post