প্রবাসী কল্যাণ সমিতি আবুধাবির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা ও সমিতির উদ্যোগে আয়োজিত ব্যাটমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে ট্রপি তুলে দেয়া হয়।
আবুধাবির মোসাফফাহ মুক্তামনি রেষ্টুরেন্ট’র হল রুমে সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে নুর আলম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবাসী ব্যবসায়ী আল মেনহাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাত’র সহ-সাধারণ সম্পাদক, বাংলাধারা ও নোয়াখালী টিভির আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুল।
প্রধান অতিথির বক্তব্যে সকল সদস্যকে সমাজ ও রাষ্ট্রের কল্যানে ভূমিকা রাখার আহ্বান জানান। আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যদের জন্য ১ লক্ষ টাকার বীমা ঘোষণা করেন এবং আগামীতে আরব আমিরাতে একমাত্র নিবন্ধিত সংগঠন বাংলাদেশ সমিতির সহযোগী সংগঠন হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমিতির সাধারণ সম্পাদক আশরাফ, নজরুল ইসলাম বাদশা, শামীম, হাসান, সাইফুল, ওমর কাউয়ুম, আক্তার হোসেন, আব্দুল মতিন ও আব্দুল কাইয়ুমসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রবাসের বুকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার করার পাশাপাশি প্রবাসীরা প্রবাস জীবনে সমস্যার সম্মুখীন হলে তাদের কল্যাণে কাজ করা। আগামীতে সবার সহযোগিতা নিয়ে সমিতির কার্যক্রম আরো সম্প্রসারন করা হবে বলে জানান বক্তারা।
Discussion about this post