কাতারে অনুষ্ঠিত “শেখ জাসেম মোসাবাকা” কুরআনের প্রতিযোগিতায় বাংলাদেশী ৪ জন হাফেজ অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীরা হলেনঃ হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ, ( ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়)। আবু সুহাইলা মোহাম্মাদ, হাফেজ ক্বারী মোহান্নাদ মোহাম্মাদুল্লাহ , শায়েখ আব্দুলওয়াহাব ইউসুফ আহমেদ।
এই প্রতিযোগিতায় অন্যান্য দেশের নাগরিকরাও অংশগ্রহণ করেছেন, কিন্তু প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার দিক থেকে বাংলাদেশীরাই সংখ্যায় বেশি উত্তীর্ণ হয়েছেন। এই ফলাফলের ফলে কাতারে বাংলাদেশী আলেম ওলামারা লাল-সবুজের পতাকার সম্মান বাড়িয়ে দিয়েছেন।
Discussion about this post