মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশর চাইতে মাত্র ১৪ দিন ব্যবধানে স্বাধীন হওয়া সংযুক্ত আরব আমিরাত একটি আধুনিক সুশৃঙ্খল দেশ, স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা, কারিগরি নির্মাণ শৈলি, অনুপম উন্নয়নে আরব আমিরাত ইতোমধ্যে আধুনিক বিশ্বের নজর কেড়েছে। পৃথিবীর সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হয় সংযুক্ত আরব আমিরাতকে। আগামীকাল সোমবার দেশটির স্বাধীনতা ও জাতীয় দিবস এ উপলক্ষে আমিরাতে সেজেছে অপরূপ সাজে ।
সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। ৭টি প্রদেশ নিয়ে গঠিত দেশটি ১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। এ বছর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস। সাতটি প্রদেশর মধ্যে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন এবং ফুজিরা, রাস-আল-খাইমা।
আগামীকাল সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়ক, শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফরটি এইট শোভা বাড়াচ্ছে এখন থেকেই। বিমান মহড়া, ঝরণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ বেরঙের সাজসজ্জা আর আলোর ঝলকানি। আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেটগুলো সেজেছে নানা সাজে।
দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবীদের পাশাপাশি অনেক অনারবী ভিনদেশী নাগরিক আমিরাতের শেখদের ছবি ও পতাকা দ্বারা নিজেদের গাড়ি সাজাচ্ছেন। আমিরাতের ৭টি প্রদেশ সাগরপাড়ে (রোববার-রাত ১২টার পর) দিবাগত রাতে সজ্জিত গাড়ির প্রদর্শনী দেখানো হবে। রাতে শহরের মহাসড়কগুলোতে আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরাসহ, আমিরাতে অবস্থানরত পর্যটকরা ভিড় জমাবেন।
এছাড়াও বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ রয়েছে। ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে ফ্যাশন শো সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা রকম আয়োজনসহ পণ্য বিশেষ ছাড় রেখেছে এসব শপিং মল। বিভিন্ন পার্কে চলছে ভিন্নধর্মী অনেক আয়োজন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৭ প্রদশের শেখরা স্থানীয়দের পাশাপাশি আমিরাতে বসবাসরত সকল অভিবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Discussion about this post