আরব আমিরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০ টি এজেন্ট ও ১ টি জি,এস,এ’কে সম্মাননা প্রদান করেছে।
২৬ নভেম্বর দুবাই’র মেরিডিয়ান হোটেলে ‘ট্রাভেল পার্টনার এপ্রিসিয়েসন গালা ২০১৯’ জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিক্রয় অবদানের জন্য ১০ টি এজেন্টকে সম্মননা দেওয়া হয়। পাশাপাশি ৪৫ বছর সহযোগী হিসেবে কাজ করায় আরব আমিরাতে’র ডানাটাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন, দুবাই কনস্যুলেটর কনসাল জেনারেল মো: ইকবাল হোসেন খান, বিমানের মার্কেটিং ও সেলস ডিরেক্টর মোহাম্মদ শওকত হোসাইন, ডানাটার পরিসেবা প্রশাসক হেসা মুরাদ, বিমান বাংলাদেশের দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী।
সম্মাননা অনুষ্ঠানে বিমানের কর্তৃপক্ষ বলেন, বিমান বাংলাদেশ সব সময় সঠিক ও উন্নত সেবা দিতে প্রস্তুত। বিশেষ করে প্রবাসীদের সেবায় সবসময়ই নিয়োজিত। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post