চীন থেকে বড় সাইজের পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৩ থেকে ৪টি পেঁয়াজেই কেজি ওজন হচ্ছে। মাঝে কয়েক দিন কিছুটা কমতি থাকার পর আবার বেড়ে যায় পেঁয়াজের দাম। বর্তমানে খুচরা বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি ২২০-২২৫ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২১০-২১৫ টাকা এবং চীন-মিসরের বড় পেঁয়াজ ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা। সব মিলিয়ে পেঁয়াজের দাম এখনও অনেকটা নাগালের বাইরে।
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আলুর আড়তদার ফজলুর রহমান বলেন, ৪৬০ গ্রাম ওজনের একটি পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনেছি। এসব চীনা পেঁয়াজের কেজি ২২০ টাকা। বাজারের জাহাঙ্গীর স্টোর থেকে ৪৬০ গ্রাম ওজনের পেঁয়াজটি কিনেছি।
এ অবস্থায় চীন থেকে আমদানিকৃত একটি পেঁয়াজ ওজন ভেদে এসব চীনা পেঁয়াজ ১০০ টাকার কমবেশি বিক্রি হয়। এসব পেঁয়াজের কেজি ২০০-২২০ টাকা।
Discussion about this post