আগামী ১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালিত হবে। দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্সের পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এবং বসবাসকারী বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির চাহিদা মেটাতে এমিরেটস এয়ারলাইন্স ২০২০ সালের ১ লা জুন থেকে দৈনিক চতুর্থ ফ্লাইট পরিচালনা করবে।
বর্তমান ফ্লাইটগুলোর মতই চতুর্থ ফ্লাইটটি পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-৩০০ ইআর, যার বিজনেস শ্রেণিতে ৪২টি এবং ইকোনমি শ্রেণিতে ৩১০টি আসন রয়েছে। চতুর্থ ফ্লাইটটি চালু হলে ঢাকা-দুবাই রুটে উভয় দিকে সপ্তাহে অতিরিক্ত ২৮০ টন মালামাল পরিবহন করা সম্ভব হবে। উল্লেখ্য, বর্তমানে এমিরেটস ফ্লাইটে প্রতি সপ্তাহে উভয় দিকে ৮০০ টনের অধিক মালামাল পরিবহনের সুবিধা রয়েছে।
অতিরিক্ত ফ্লাইট ইকে ৫৮৮ রাত সাড়ে ১০টায় দুবাই ছেড়ে পরবর্তী দিন সকাল ৫টা ২০ মিনিটে ঢাকা পৌঁছবে। ফিরতি ফ্লাইট ইকে ৫৮৯ সকাল ৮টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে বেলা ১১ টায় দুবাই অবতরণ করবে।
নতুন ফ্লাইটের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীরা লন্ডন, রোম, নিউইউয়র্ক, ওয়াশিংটন ডি সি, জোহান্সবার্গ এবং কেপটাউনসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে আরও সুবিধাজনক ভাবে যেতে পারেন।
এমিরেটস এয়ারলাইন্স’র চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম বলেন: বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের একটি বিশেষ বন্ধন রয়েছে, যা শুরু হয় ৩৩ বছর আগে। নতুন এই ফ্লাইট প্রমাণ করে এমিরেটস এয়ারলাইন্স’র বিশ্বব্যাপী নেটওয়ার্কে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ফ্লাইট চালু হলে ব্যবসা বা বিনোদনের জন্য ভ্রমণকারী যাত্রীরা ফ্লাইট নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, অবকাশ যাপন বা ব্যবসার কাজে ভ্রমণের জন্য ট্রানজিট হিসেবে দুবাই গুরুত্বপূর্ন। নতুন ফ্লাইট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি ট্যুরিজম, ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ইকোনমি ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি এবং বিজনেস ক্লাসে ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ’র পাশাপাশি গ্রাহকরা কেবিন ক্লাসে ২০ এমবি ওয়াই-ফাই সুযোগ উপভোগ করতে পারবেন।
Discussion about this post