আমিরাতের আবুধাবিতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়ে ১০ হাজার দিরহাম করে জিতে নিলেন দুই প্রবাসী বাংলাদেশি. টুর্নামেন্ট চলাকালে প্রতিদিন একজন করে ভাগ্যবান ব্যক্তি লটারির মাধ্যমে জিতে নিয়েছেন ১০ হাজার দিরহাম। মোট দশ দিনের লটারির মধ্যে এই দুজন বাংলাদেশি ভাগ্যবান ছিলেন।
ভাগ্যবান দুই প্রবাসী হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মোহাম্মদ আইন উদ্দিন (৪৬) ও নারায়নগঞ্জের শাহাদাত হোসেন (২৭)। দুজনই দীর্ঘদিন আরব আমিরাতে শ্রমিক হিসেবে কর্মরত।
১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টি-টেন লিগ-২০১৯। আজ ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের লিগের। টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের এই আসরে প্রথমবারের মতো ‘বাংলা টাইগার্স’ নামে বাংলাদেশি মালিকানাধীন একটি টিম ছিল। মূলত ‘বাংলা টাইগার্স’ কে সমর্থন করতে মাঠে আসেন এই দুই প্রবাসী।
Discussion about this post