জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহতা জারাব এরিককে ঘিরে এরশাদের তালাক দেওয়া স্ত্রী বিদিশা বনাম জাতীয় পার্টির মধ্যে রাজনীতিতে যে নাটকীয় তৈরি হয়েছে তা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং এরিক এরশাদ। সোমবার দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মা এখানে আসার পর আমি আগের চেয়ে ভালো আছি। মা আসাতে আমার দেখাশোনা ভালো হচ্ছে। সকল প্রতিবন্ধী সন্তানের মতো আমিও আমার মাকে সঙ্গে রাখতে চাই।
মায়ের সঙ্গে এক সাথে থাকতে চাই। মা আমার সঙ্গে থাকবে। কারণ তিনি তো আমার একমাত্র লিগ্যাল অভিভাবক, চাচাতো না।এ সময় তিনি চাচার নামে জিডি করেছেন বলেও সাংবাদিকদের জানান।
আরেক প্রশ্নের জবাবে এরিক এরশাদ বলেন, এখন সবাই চাচ্ছে আমি মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি সবাইকে আমার চাচা (জিএম কাদের) এবং খালেদ সাহেবকে (এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মো. খালেদ আখতার) বলতে চাই, সম্পত্তি চাইলে দিয়ে দিব কিন্তু মাকে ছাড়তে পারবো না।
Discussion about this post