ইশতিয়াক আসিফ, : গাউসিয়া কমিটি রাশেদিয়া দুবাই শাখা এবং জে এস এম গ্রুপের আয়োজনে জসনে জুলুছে ঈদে মিলাদুন্নবী দুবাই’র আল রামুল এর জুমা আল বতিহি গ্যারেজে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা সেলিম উদ্দীন তৈয়বীর সঞ্চালনায় হামিদা ও সাজিদার কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জে এস এম গ্রুপের চেয়ারম্যান এবং নবগঠিত দুবাই গাউসিয়া কমিটি রাশেদিয়া শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আতাউর রহমাম, নাছির, জাহাঙ্গীর আলম, ফারুক, আবুল খায়ের, হাসান, শহিদ, রাসেদ, মনসুর, হাজী এয়াকুব, জাহেদুল আলম তালুকদার প্রমুখ।
Discussion about this post