ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের ২টি শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশি ৮৯ জন শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হয়ে সকাল ১১টায় পরীক্ষা শেষ হয় ।
আমিরাতের রাজধানীর আবুধাবি শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৬০ জন এবং দুবাই ও উত্তর আমিরাতের রাস আল খাইমাহ’র বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে ছাত্র ১৪ ও ছাত্রী ১৫ জন।
প্রথম দিনের পরীক্ষার হল পরিদর্শন করেন দুবাই কনস্যুলেটে নিযুক্ত লেবার কাউন্সিলর ফাতেমা জাহান।
Discussion about this post