ইশতিয়াক আসিফ, আমিরাত. আবুধাবির T10 খেলা নিয়ে প্রবাসীরা গুনতে শুরু করেছে অপেক্ষার প্রহর এবং আয়োজক কমিটির চলছে নানান রকমের প্রস্তুতি। আবুধাবিতে অনুষ্টিত আবুধাবি T10 লীগে বাংলাদেশী মালিকানাধীন বাংলা টাইগার্স ঠিমের সত্বাধীকারি ইয়াসিন চৌধুরী ইউ এ ই কমিউনিটির নের্তৃবৃন্দ এবং প্রবাসীদের সাথে শারজাস্হ মজলিস আল মদিনা রেস্টুরেন্টে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন সকল প্রবাসী এবং কমিউনিটি নের্তৃবৃন্দের কাছে শুধু একটাই চাওয়া, যাতে খেলার মাঠে অইদিন বাংলা টাইগার্স এর সাপোর্টে কানায় কানায় ভর্তি হয়ে উঠে খেলার মাঠ। তিসা সেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লায়ন নজরুল ইসলাম তালুকদার। এছাড়াও আরো উপস্হিত ছিলেন আবুল বাশার,ইসমাইল গণী চৌধুরী,হাজ্বী শরাফত আলী,কাজী মোহাম্মদ আলী,হাজী শফিকুল ইসলাম,শাহাদাত হোসেন,সাইফুর রহমান প্রমুখ। আবুধাবী T10 লীগে বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ আবুধাবিতে আগামী শনিবার ১৬ই নভেম্বর বিকাল ৪ঃ৩০ এ অনুষ্টিত হবে। অইদিন প্রবাসীদের জন্যে বাসে ফ্রি যাতায়াত ব্যবস্হা, ফ্রিতে দুই হাজার ঠিকেট সহ লাল-সবুজ রঙ্গের জার্সি ও ক্যাপ ও দেওয়া হবে। মতবিনিময় সভায় ইয়াসিন চৌধুরী জানান এমন আয়োজনে ব্যান্ড এম্বাসেডর নির্দিষ্ট করা থাকলেও এই বাংলা টাইগার্স এর ব্র্যান্ড-এম্বাসেডর প্রত্যেক প্রবাসীরাই। সবশেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
Discussion about this post