ইশতিয়াক আসিফ.
২৫ অক্টোবর আবুধাবীতে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউ এ ই বনাম আবু ধাবি আল নাসের স্পোর্টস ক্লাব ইন হাউস টুর্নামেন্ট অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউ এ ই এর সভাপতি হাজি মোহাম্মদ সেলিম এবং আল নাসের স্পোর্টস ক্লাব এর সিনিয়র সহসভাপতি জনাব রাসেদ, বাংলাদেশ ব্যডমিন্টন গ্রুপ ইউ এ ই গ্রুপের, আবুধাবী-আল আইন- দুবাই-শারজাহ -আজমান-রাস আল কাইমা-ফুজিরাহ-উম্মল কুইন এর সকল সদস্য বৃন্দ।
বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউ এ ই বনাম আবুধাবি আল নাসের স্পোর্টস ক্লাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউ এ ই গ্রুপের সদস্য . আবুধাবি আল নাসের স্পোর্টস ক্লাব এর সিনিয়র খেলোয়ার লিটন ও রনি মুস্তাফা ,রানার আপ হলেন মোরশেদ নজির ও মাওলানা ইউছুপ । বিবিজি এর সাধারণ সম্পাদক মামুন রশিদ এর সঞ্চালনায় এতে আরো উপস্হিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মীর মহিউদ্দিন, আবদুল্লাহ আরকান আফতাব, হুমায়ূন কবির মুনির, মোহাম্মদ গিয়াসউদ্দিন জাবেদ, আবদুছালাম, লোকমান হাকিম, মানিক প্রমুখ।
Discussion about this post