ইশতিয়াক আসিফ, আজমান:
আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে ফ্রিতে সেবা দিয়ে যাচ্ছে আজমানের ডিয়ার হেলথ মেডিকেল সেন্টার। প্রতি মাসের যে কোন ২ বৃহস্পতিবার ডিয়ার হেলথ মেডিকেল সেন্টার থেকে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশীদের প্রত্যেকজনকে ১৫ দিনের মাল্টিভিটামিন দেওয়া হয়। যে কোন বাংলাদেশী’কে প্রথমবার ফ্রিতে মেডিকেল ও ডেন্টাল চেকআপ করানো হয়।
আজমান লুলু ও কে.এম ট্রেডিং মার্কেটের পাশে, ইমারত এনবিডি ব্যাংকের পাশে ডিয়ার হেলথ মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার এই সেবা বিকাল ৫ টা থেকে রাত ১০ টা, এছাড়াও প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা এবং বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাপ্তাহিক নিয়মিত বাকী সব সেবা পাওয়া যাবে।
Discussion about this post