বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন (বিবিএ) আল-আবির, দুবাইয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার আল আবিরস্থ বিএনবি রেস্টুরেন্টের হলরুমে এ কমিটি গঠন করা হয়। সভায় সকলের উপস্থিতি ও সম্মতিতে বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ ওসমানকে সভাপতি ও মোহাম্মদ এয়াকুব সৈনিককে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ জামান ও আনিসুর রহমানকে সহ-সভাপতি ও মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, আব্দুর রশিদ, মোহাম্মদ মুজিবুর রহমানকে উপদেষ্টা করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ২০১৯-’২০ সালের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ ইলিয়ছ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারনের লক্ষ্যে কাজ করে যাবে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন (বিবিএ)।
Discussion about this post