কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এ সিনে তারকার ব্যক্তিগত সম্পর্ক বারবারই খবরের শিরোনাম হয়ে আসছে। শোনা যাচ্ছে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খানের ‘নাকাব’ সিনেমার এ নায়িকা। তবে এর আগে যেতে হবে ডিভোর্সের প্রক্রিয়ায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের মালিকের সঙ্গে প্রেম চলছে নুসরাতের। ওই ব্র্যান্ডের শাড়ির বিজ্ঞাপনের মুখও তিনি। দুর্গা পূজার সময় সেই শাড়ির বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিল কলকাতা।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রেমিককে বিয়ে করতে চলেছেন নুসরাত। এ বিয়ের জন্য আগের বিয়ে থেকে ডিভোর্স পেতে হবে তাকে। বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।অবশ্য নুসরাত প্রকাশ্যে কখনোই ওই বিয়ের কথা স্বীকার করেননি। কিন্তু টালিগঞ্জে কান পাতলেই শোনা যায়, বছর চারেক আগে রেজিস্ট্রি করে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ভিক্টর ঘোষ বিয়ে করেন ‘ক্রিসক্রস’ অভিনেত্রীকে।
জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’’ তবে সেই পাত্রের নাম-ধাম সম্পর্কে কখনো কিছু বলেননি তিনি।এখানেই গল্পের শেষ নয়। নামি প্রযোজকের সঙ্গে প্রেম ও সেই সুবাদে সূত্রে প্রতিপত্তি বৃদ্ধি সিনে ইন্ডাস্ট্রির সবার জানা! বিষয়টি স্বীকার না করলেও ওই প্রযোজকের বিয়ে ভাঙার পেছনে নাম উঠেছিল নুসরাতের।সম্প্রতি সেই সম্পর্কেও চিড় ধরেছে। এর পরপরই নতুন সম্পর্কে জড়ান নুসরাত।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post