ওমানের মাছিরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন সহ ৩ বাংলাদেশি নিহত হয়েছে। কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির মাছিরাহ নামক দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো চারজন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- আকবর হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮), শাহ আলম (৪৮)। এদের মধ্যে দুজন একই পরিবারের বলে জানা গেছে। নিহত আকবরের বাড়ি বি-বাড়িয়ার নবীনগরে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা।
একই পরিবারের দুইজন নিহত হওয়ায় স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো পরিবেশ।
এমতাবস্থায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post