প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করেছেন আবুধাবী কেন্দ্রীয় যুবলীগ। গতকাল আবুধাবীর স্থানীয় একটি হল রুমে প্রধানমন্ত্রীর জন্ম দিনের কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। কমিটির সভাপতি জাকের হোসেন জসিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব খন্দকারের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য করেন, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ’র সভাপতি ইফতেখার হোসাইন বাবুল। সাধারণ সম্পাদক নাছির তালুকদার, ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, দিদারুল আলমসহ আরো অনেকে বক্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার হোসাইন বাবুল বলেন, শেখ হাসিনা গণ মানুষের সেবক। তাঁর হাত ধরেই বাংলাদশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। দেশের সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন আগামীর সমৃদ্ধের সুখি বাংলাদেশের। তিনি আরো অভিযোগ করে বলেন, আওয়ামী লীগে অনুবেশকারীরা আজ দুর্নীতি করছে। তারা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এসব দুর্নীতি করছে বলে মন্তব্য করেন।
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আয়োজন শেষে মুনাজাত করা হয়।
Discussion about this post