নোয়াখালীর সুবর্ণচরে আবারো ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতা ওই কিশোরী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বরইতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নির্যাতিতা ওই কিশোরী জানান, সন্ধ্যায় বাড়ি থেকে তার ভাগনিকে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় চারজন তার পথরোধ করে এবং তার মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী একটি খামার বাড়িতে নিয়ে গিয়ে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে পেলে। পরে তাকে তার বোনসহ লোকজন উদ্ধার করে।
নির্যাতিতার বড় বোন জানান, ঘটনার পর তার শিশু মেয়ে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তাকে জানায় তার খালাকে কারা যেন পথ থেকে তুলে নিয়ে গেছে। এমন খবর জানার পর বাড়ি ও বাড়ির আশপাশের লোকজন নিয়ে বোনকে খুঁজতে খুঁজতে রাত প্রায় সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী একটি খামার বাড়িতে গিয়ে তাকে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে এবং সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
Discussion about this post