আব্দুল আলীম সাইফুল :আরব আমিরাতের আজমান কারামায় বাংলাদেশী রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাব্বির রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই’র বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেট জেনারে’ল দ্বিতীয় সচিব (পাসপোর্ট) মোজাফফর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই ‘র সিনিয়র সহ সভাপতি মাই টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল জলিল সারওয়ার, আরো উপস্থিত ছিলেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হান্নান,মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ শরীফ খান ও মোহাম্মদ রিপন মিয়া।