বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসতে খরচ হচ্ছে ভিসা টিকেটসহ প্রায় ৪ লাখ টাকা। যা আরব আমিরাতের অর্থে প্রায় ১৭ হাজার ২০০ দিরহাম।
২ বছরের ভিসায় ,লোকটি আসার পর তার মাসিক বেতন হবে ৮০০ দিরহাম থেকে ১২০০ দিরহাম। গড়ে ১০০০ দিরহাম ধরে নেওয়া যায়।
দুই বছরের মোট বেতন হলো ২৪×১০০০= ২৪০০০ দিরহাম।
কোম্পানি যদি থাকা ফ্রি দেয় তাহলে প্রতিমাসে ব্যয় হবে কম হলেও ৪০০ দিরহাম।
সুতরাং ৪০০×২৪= ৯৬০০ দিরহাম।
মোট বেতন থেকে ৯৬০০ দিরহাম বিয়োগ (২৪০০০-৯৬০০)= ১৪৪০০ দিরহাম।
অর্থাৎ একজন লোক দুই বছরের ভিসায় আয় করবে ১৪৪০০ দিরহাম।
আসতে খরচ হবে ১৭২০০ দিরহাম।
ইনবেস্ট ১৭২০০ দিরহাম আয় হবে ১৪৪০০
১৭২০০-২৪৪০০= ২৮০০ দিরহাম ঘাটতি।
এমতাবস্থায় কেউ যদি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসে তাহলে তার দুই বছরে লস হবে ২৮০০ দিরহাম সাথে জীবন থেকে চলে যাবে গুরুত্বপূর্ণ দুটি বছর।
এবার সিদ্ধান্ত আপনাদের হাতে ! মধ্যপ্রাচ্যে আসবেন না কি দেশে উদ্যোক্তা হবেন।
Discussion about this post